ইত্তেহাদে ওলামায়ে আহলে সুন্নাত চন্দ্রঘোনার ব্যবস্থাপনায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় হযরত ইমাম হোসাইন (র) স্মৃতি পাঠাগারে ২৬ সেপ্টেম্বর (সোমবার) বাদে মাগরিব আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। .
সভায় সভাপতিত্ব করেন আহবায়ক মাস্টার ফজল আহমদ। সদস্য সচিব মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মাওলানা মুহাম্মদ বেলাল হোসাইন, সদস্য মাস্টার আব্দুল কাদের, মাস্টার লেয়াকত আলী, নুরুল ইসলাম, ওবায়দুল হক।.
উপস্থিত ছিলেন আহমদ শাহ আলমগীর, মাওলানা হাফেজ আলী আহমদ, মাওলানা হাফেজ মোবারক আলী, মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাস্টার গোলাম হায়দার, হারুনুর রশীদ, তৌহিদ মাহমুদ, শাহ আলম, তৌসিফ নুর ঈশান, আবীর শাহ কোরেশী, মাওলানা তারেক, শাহাদাত হোসেন নয়ন, নঈম উদ্দিন, তানভীর হোসেন সহ অন্যন্যরা। সভা শেষে পাড়া মহলা ভিত্তিক উপ কমিটি গ্রহন করা হয়। এবং পরবর্তী মিটিং ৩০ সেপ্টেম্বর ২০২২ (শুক্রবার) বাদে মাগরিব নির্ধারণ করা হয়।.
উল্লেখ্য যে, গত শনিবার (২৪ সেপ্টেম্বর) ২৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।.
আহবায়কঃ মাস্টার ফজল আহমদ, যুগ্ম আহাবায়কঃ বেলাল হোসাইন, সদস্য সচিবঃ মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহ, অর্থ সচিবঃ হাফেজ মোবারক আলী .
সদস্যঃ মাস্টার আবদুল কাদের, অধ্যাপক আহমদ শাহ আলমগীর, জামাল উদ্দিন, আবু তৈয়ব, মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাস্টার লেয়াকত আলী, গোলাম হায়দার, নুরুল ইসলাম, আবদুস সাত্তার, আবদুল গফুর বাবুল, মাওলানা আবদুল মাবুদ, আবুল মনসুর, হারুনুর রশিদ
ওবায়দুল হক, মাওলানা তারেক, আবু বকর, মো আলমগীর, সাইদুল ইসলাম, মো নাছের, জামাল উদ্দিন, আমজাদ হোসেন।.
.
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: